29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

খয়রাশোলে টি কয়লা বোঝাই মোষের গাড়ি আটক

বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশের পরও কিছু অসাধু ব্যক্তি পুলিশের নজর এড়িয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে কয়লা পাচার করছে। আর এবার কয়লা পাচারের আগেই ৫টি কয়লা বোঝাই মোষের গাড়ী আটক করল খয়রাশোল থানার পুলিশ। জানা যায়, খয়রাশোল থানার পুলিশ আজ ভোরে বনপাতরা গ্রাম এলাকা থেকে ৫টি অবৈধ কয়লা বোঝায় মোষের গাড়ি আটক করে। বাজেয়াপ্ত করা হয় ২০ টন কয়লা। পুলিশকে দেখে কয়লা পাচারকারীরা চম্পট দিলে তাঁদের মধ্যে একজন পুলিশের হাতে ধরা পড়ে যায়। ফলে তাঁকে গ্রেপ্তার করে খয়রাশোল থানার পুলিশ। ধৃত একজন কয়লা পাচারকারীকে আজ দুবরাজপুর আদালতে তোলা হবে। পুলিশ জানা যায়, কয়লা পাচারকারীরা খয়রাশোল থানার বনপাতরা গ্রামের মেঠো পথ ধরে কয়লা পাচারের ছক কষেছিল। কিন্তু কয়লা পাচারের আগেই তাঁদের ছক বানচাল করে খয়রাশোল থানার পুলিশ।

Related posts

Leave a Comment