২০২৪ এর আগস্ট মাস থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে প্রাণ গিয়েছে ২৩ জন হিন্দুর। মন্দিরে হামলার ঘটনা ঘটেছে ১৫২টি। লোকসভায় বাংলাদেশে সংখ্যালঘু আক্রান্তের প্রসঙ্গে লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন, বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
তিনি জানিয়েছেন, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ৭৬টি ঘটনা ঘটেছে। বিদেশ প্রতিমন্ত্রী আরও জানান, সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা হয়েছে। এই ধরণের ঘটনা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ করার কথাও বলা হয়েছে।
গত ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে গিয়েছিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। সেই সময়ে তিনি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখার বার্তা দিয়েছিলেন। একইসঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিক্রম মিস্রি বলেছিলেন, ‘আমরা সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সংখ্যালঘুদের সুরক্ষা নিয়েও আমাদের উদ্বেগের বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে এই বৈঠকে। সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পত্তির উপর হামলার মতো দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা হয়েছে।’
previous post
next post