23 C
Kolkata
December 23, 2024
দেশ

4v এন্টারটেনমেন্টের উদ্যোগে মালঞ্চ সিনেমা হলে হয়ে গেল নববর্ষের ক্যালেন্ডার উদ্বোধন

বাংলা ক্যালেন্ডার শুরু হওয়ার আগে প্রথম পয়লা বৈশাখে উদ্বোধন হলো 4V বিনোদনের ক্যালেন্ডার। চলচ্চিত্র জগতে যার প্রাধান্য পেয়েছেন প্রচুর ছাত্র ছাত্রী। প্রোপাইটার সুস্মিতা ভট্টাচার্য ও সোমু ভট্টাচার্যের কৃতিত্ব আজ সারা বাংলা তথা বিশ্ব বিখ্যাত। তাঁদের উদ্যোগে মডেলারদের নিয়ে ক্যালেন্ডার লঞ্চ হল। উদ্বোধনে ছিলেন কলাকুশলী থেকে চলচ্চিত্র জগতের প্রধান ব্যক্তিরা। আগামী দিনে বড় বড় সোনার বিজ্ঞাপন থেকে শাড়ির বিজ্ঞাপনে যাদের মুখ উজ্জ্বল নক্ষত্রের মতো ফুটে ওঠে, সেই সব ব্যক্তির সান্নিধ্যে দিনটি উজ্জীবিত হল।

Related posts

Leave a Comment