আজ, শুক্রবার কাকভোরে শিয়ালদহ ESI হাসপাতালে ভয়াবহঅগ্নিকান্ড। সরলেন ৮০জন রোগী। ভোর ৫ টা নাগাদ নজরে আসে বিষয়টি। তারপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। সকাল সাড়ে ৭টার মধ্যে সেখানে পৌঁছে ছে দমকলের ১০টি ইঞ্জিন। তবে আগুন এখন নিয়ন্ত্রণে বলে দাবি দমকল বিভাগের।
জানা গিয়েছে, রাজাবাজারে অবস্থিত এই হাসপাতালে পুরুষদের সার্জিক্যাল বিভাগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভস্মীভূত হয়েছে পোস্ট অপারেটিভ এইচডিইউ এবং পার্শ্ববর্তী অপারেশন থিয়েটার। সেখানে অপারেশন থিয়েটারের সংস্কারের কাজ চলছিল। সেখান থেকেই শর্ট সার্কিট থেকে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
previous post
