21 C
Kolkata
December 26, 2024
রাজ্য

বাঁকুড়ায় বৃষ্টিতে কজওয়ে ভেঙে বহু এলাকা বিচ্ছিন্ন, ৭০০ বাড়ি ক্ষতিগ্রস্ত

বাঁকুড়া: বাঁকুড়ায় প্রবল বৃষ্টিতে ৭০০’র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। একাধিক কজওয়ে আংশিক অথবা পুরোপুরি ভেঙে জেলা সদরের সঙ্গে বহু এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন। বাঁকুড়ার ২ নম্বর ব্লকের মানকানালি এলাকায় একটি কজওয়ে সংস্কারের একবছরের মাথায় জলের তোড়ে ভেঙেচুরে গিয়েছে। গন্ধেশ্বরী নদীর উপর থাকা ওই কজওয়ে ভেঙে যাওয়ায় বাঁকুড়া শহরের সঙ্গে প্রায় ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই ঘটনায় বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, বাঁকুড়া জেলাজুড়ে ৬২৯টি বাড়ি আংশিকভাবে এবং ৯৬টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। জেলার ১০টি ব্লক ও ১০৪টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে বহু সম্পত্তি। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছেন জেলার আধিকারিকরা।

Related posts

Leave a Comment