সংবাদ কলকাতা: শনিবার রাতের অন্ধকারে আক্রান্ত বিজেপি নেত্রী। রক্তাক্ত কসবার মন্ডল সভানেত্রী সরস্বতী সরকার। দলীয় প্রার্থীর পোস্টার মারতে গিয়ে দলের অন্য কর্মীদের সঙ্গে তিনিও আক্রান্ত হন। চপার নিয়ে আক্রমণ করে দুষ্কৃতীরা। অজ্ঞাত ওই অভিযুক্তরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে বিজেপির অভিযোগ।
জানা গিয়েছে, শনিবার রাত ১১টা ৪৫ নাগাদ কয়েকজন বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে দলের পোস্টার লাগাচ্ছিলেন। এলাকাটি আরবান কমপ্লেক্সের কাছে পূর্ব পাড়ায় অবস্থিত। সেসময় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী চপার নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় গেরুয়া শিবিরের ওই নেত্রী সহ আরও দুই জন বিজেপি কর্মী জখম হন বলে অভিযোগ করা হয়েছে। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে, এই ঘটনায় কারা জড়িত আছে।
রবিবার দক্ষিণ কলকাতা ও সাংগঠনিক জেলা কসবার মন্ডল প্রেসিডেন্ট সরস্বতী সরকারকে মারধরের অভিযোগে আনন্দপুর থানা ঘেরাও করেন দক্ষিণ কলকাতা বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। থানার ভেতরে বসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।
previous post