সংবাদ কলকাতা: আসন্ন দুর্গাপূজা, কালীপূজা ও ছটপূজার প্রাক্কালে শহর কলকাতা সংলগ্ন বিভিন্ন গঙ্গার ঘাটগুলি কী অবস্থায় রয়েছে, রক্ষণাবেক্ষণের কতটা প্রয়োজন রয়েছে এবং অবিলম্বে দুই থেকে তিন দিনের মধ্যে যাতে এই রক্ষণাবেক্ষণের কাজ শেষ করা যায়, এই বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার লক্ষ্যেই আজ শুক্রবার দুপুর ১২টা বেজে ১৫ মিনিট নাগাদ শহর কলকাতা সংলগ্ন বিভিন্ন ঘাটগুলি পরিদর্শন করেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার। এদিন তাঁর সঙ্গে এই ঘাট পরিদর্শনে ছিলেন কলকাতা পুরসভার একাধিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা।
মূলত দূষণমুক্তভাবে, দুর্ঘটনা এড়িয়ে নির্বিঘ্নে সুশৃশঙ্খলভাবে যাতে, শহর কলকাতার প্রত্যেকটি গঙ্গার ঘাটে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং প্রতি বছরের ন্যায় এবছরেও দূষণমুক্তভাবে যাতে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সেই বিষয়টি নিশ্চিত করতেই এদিন পরিদর্শনে নামেন দেবাশীষ কুমার।
previous post