28 C
Kolkata
April 6, 2025
জেলা

গাজোলে যুবকের অপহরণ, দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

মালদা, ৯ সেপ্টেম্বর: এক যুবককে অপহরণের ঘটনা ঘটল মালদার গাজোলে। মুক্তিপণ চেয়ে পরিবারের লোকেদের কাছে ফোন করে অপহরণকারীরা। ১০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। দাবি মতো মুক্তিপণ না পেলে ওই যুবকের দেহ বাড়ির দরজায় ফেলে রাখা হবে বলে শাসানোর অভিযোগ অপহরণকারীদের বিরুদ্ধে। অপহৃত যুবকের নাম ধনীশ্বর সরকার(‌২৩)‌। গাজোল থানার মসলিসবাগে তাঁর বাড়ি। ৫ দিন ধরে নিখোঁজ তিনি। এখনও ছেলে বাড়িতে না আসায় গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের মা হিমতি সরকার। তিনি অভিযোগ করে বলেন, ‘‌আমার কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে উড়ো ফোন আসে। ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় আছি আমরা।’‌

Related posts

Leave a Comment