October 31, 2025
দেশ

আসামে সেনা শিবিরে গ্রেনেড হামলা, আহত তিন জওয়ান

আসামের তিনসুকিয়া জেলার কাকোপাথারে সেনা শিবিরে গ্রেনেড হামলার ঘটনা ঘটল। ঘটনায় তিন জন সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে এই বিস্ফোরণ ঘটে। হামলার পর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও পুলিশ বাহিনী।

সূত্রের খবর, রাত সাড়ে দশটা নাগাদ কাকোপাথার সেনা ক্যাম্পের বাইরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা একটি গ্রেনেড ছুড়ে মারে। গ্রেনেডটি ফেটে যায় ক্যাম্পের মূল প্রবেশদ্বারের কাছে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত জওয়ানদের দ্রুত স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে নিরাপত্তা বাহিনীর অনুমান, এই হামলার পেছনে কোনও জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে। অসম পুলিশের বিশেষ তদন্ত দল (SIT) ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে গ্রেনেডের টুকরো ও বিস্ফোরকের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “ঘটনাটি পরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে। এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।”

তিনসুকিয়া ও দুলিয়াজান অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে।

Related posts

Leave a Comment