মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের ৩ পুণ্যার্থীর। ৯ ফেব্রুয়ারি পুরুলিয়ার টামনা থানা এলাকার চাকলতোড় মোড় থেকে পুণ্যার্থীদের নিয়ে একটি রিজার্ভ বাস রওনা দেয় প্রয়াগরাজের কুম্ভমেলার উদ্দেশ্যে। ওই বাসটিতে গোপলাডি গ্রামের ১৩ জন বাসিন্দা ছিলেন বলে খবর। মঙ্গলবার ভোরবেলায় প্রয়াগরাজের উতারামপুর থানা এলাকার ভগবতী পেট্রল পাম্পের কাছে বাসটি দাঁড়ায়। সেখানেই তাঁদের একটি গাড়ি সজোরে ধাক্কা মারে।
previous post