উত্তর দিনাজপুর, ২১ এপ্রিল: দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের অভিযোগ। আজ শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার সাহেবঘাটার পালোইপাড়ায়। মৃতার বাড়ি মালগাঁও গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুয়া এলাকায়। জানা গিয়েছে, জাভেদ আখতার নামে অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে গতকাল বৃহস্পতিবার রাতে অপহরণ করে একটি পুকুরের ধারে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য পুকুরের জলে ডুবিয়ে মারে বলে অভিযোগ। আজ শুক্রবার সকালে পুকুরের ধারে বিবস্ত্র অবস্থায় ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী ও মৃতার পরিবারের সদস্যরা। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এই ঘটনায় এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত যুবককে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। সাহেবঘাটা এলাকায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে উত্তেজিত জনতার বিক্ষোভ থামাতে যায় পুলিশ। কিন্তু পুলিশকে ঘিরে পাল্টা বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ গ্রামবাসীরা। স্থানীয় ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ করে ঘটনার প্রতিবাদ জানান। লাঠিসোটা নিয়ে জড়ো হন গ্রামবাসীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে ঘটনাস্থলে নামানো হয় কমব্যাট ফোর্স। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করা হয়। ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল। বিক্ষোভরত বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে আটক করেছে পুলিশ।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাভেদ আখতার নামে অভিযুক্ত ওই যুবক কালিয়াগঞ্জ থানায় আত্মসমর্পণ করেছে।
previous post