নতুন দিল্লি: অবশেষে ভারত সরকারের নাগালে আস্তে চলেছে জাকির নায়েক। উগ্র মৌলবাদী এই মুসলিম নেতাকে ওমান থেকে আটক করে ভারতে ফিরিয়ে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। ওমানে এই মৌলবাদী নেতাকে নির্বাসিত করা হতে পারে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি এব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে সেদেশের প্রশাসনের সঙ্গে।
প্রসঙ্গত জাকির নায়েকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ভারতে অর্থ তছরুপ, বিদ্বেষমূলক ভাষণ ও হিংসায় উস্কানির অভিযোগ রয়েছে। এই বিষয়গুলি নিয়ে মামলাও চলছে। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক কার্যকলাপের অভিযোগ রয়েছে। সেজন্য ২০১৬ সালে তার সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। এরপর সে মালয়েশিয়ায় চম্পট দেয়। কিন্তু, আগামী ২৩ ও ২৫ মার্চ জাকিরের বক্তৃতা দেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানা গিয়েছে।
previous post
next post