31 C
Kolkata
August 1, 2025
বাংলাদেশ বিদেশ

বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় 25 শিশুসহ 27 জনের মৃত্যু

বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 27 জনে দাঁড়িয়েছে, নিহতদের মধ্যে পঁচিশ জন শিক্ষার্থী, মঙ্গলবার কর্তৃপক্ষ ঘোষণা করেছে।
দক্ষিণ এশিয়ার সশস্ত্র বাহিনীর মিডিয়া বিভাগ ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর এফ-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি সোমবার স্থানীয় সময় 1:06 p.m. (স্থানীয় সময়) এ উড্ডয়ন করে এবং 1.30 p.m এর দিকে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনে বিধ্বস্ত হয়।

মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সৈয়দুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, অন্তত 78 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

“নিহতদের মধ্যে 25 জন শিশু-যাদের মধ্যে অনেকের বয়স 12 বছরের কম-ব্যাপকভাবে পুড়ে গেছে। নিহত অন্য দুইজনের মধ্যে বিমানের পাইলট এবং একজন মহিলা স্কুল শিক্ষিকা রয়েছেন “, বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য ডেইলি স্টার রহমানকে উদ্ধৃত করে জানিয়েছে।
তিনি আরও জানান, 20 জনের মৃতদেহ তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related posts

Leave a Comment