অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ।
নীলকন্ঠ পাখী উড়ে ফিরেছে কৈলাসে,
দেবীর গমন বার্তা স্বর্গের বাতাসে।
মহাদেব ধ্যানে মগ্ন দর্শন নিমেষে,
দেবী পতির আলয়ে দশভূজা বেশে।
কোজাগরী পূর্ণিমাতে লক্ষ্মী আগমন,
মাঠে সোনার ফসল মানুষের ধন,
লক্ষ্মীপেঁচা পোকা ধ’রে খায় সর্বক্ষণ,
ফসল রক্ষার ভার জাগ্রত নয়ন।
লক্ষ্মীর সঞ্চয়ে গড়ে গোলা ভরা ধান,
আল্পনা ঘরে দুয়ারে ছড়িয়ে উঠান,
খেটে খাওয়া মানুষ সর্বশক্তিমান,
ফসল ভাগে বঞ্চনা লক্ষ্মী লোকসান।
লক্ষ্মীছাড়া তারা করে লক্ষ্মীর পূজন,
মালিক সম্পদ লুটে কৃষক নিধন।
previous post