দিল্লি বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি। মঙ্গলবার দিল্লি বিধানসভায় আবগারি দুর্নীতি নিয়ে ক্যাগ রিপোর্ট পেশ করার পরেই শুরু হয় হইচই। উপরাজ্যপালের ভাষণ চলাকালীনই ব্যাপক বিক্ষোভ আপ বিধায়কদের। যার জেরে ২০ জন আপ বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার বিজেন্দ্র গুপ্ত। স্পিকার বারবার অনুরোধ করা সত্বেও বিক্ষোভ থামাননি আতিশী মার্লেনা, গোপাল রাইরা। ফলে বাধ্য হয়ে ২০ জন আপ বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার।
next post
