November 3, 2025
দেশ

10 মে কনৌজ এবং কানপুরে রাহুল-অখিলেশ যৌথ সমাবেশ

ইন্ডিয়া ব্লক 10 মে কনৌজ এবং কানপুরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের যৌথ নির্বাচনী সমাবেশ করবে।

মঙ্গলবার কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কনৌজে দুপুর ১টায় এবং কানপুরে বিকেল ৩টায় প্রথম যৌথ সমাবেশ হবে।

এসপি সভাপতি হলেন কনৌজ থেকে জোটের প্রার্থী যেখানে 13 মে লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে ভোটগ্রহণ হবে।

কানপুরে যৌথ সমাবেশের উদ্দেশ্য কংগ্রেস প্রার্থী অলোক মিশ্রের পক্ষে সমর্থন জোগাড় করা।

Related posts

Leave a Comment