ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের বাংলা- বিহার সীমান্ত সংলগ্ন সিঙ্গিয়াজোতে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়স্ত্র ও তাজা কার্তুজ। এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের নাম মহম্মদ মানজার। সে বিহারের ঠাকুরগঞ্জের বাসিন্দা। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাছে খবর আসে যে, আগ্নেয়স্ত্র ও কার্তুত হাত বদলের কথা রয়েছে। এরপরেই এই খবরের ভিত্তিতে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ।
যদিও পুলিশকে দেখে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অন্য একজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়স্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।
previous post
