28 C
Kolkata
August 3, 2025
Featured

৯৩ বছরে বিয়ে করলেন এডুইন অলড্রিন

লস এঞ্জেলস: তিনি একসময় চন্দ্রপৃষ্ঠে পা রেখে পৃথিবীতে আলোড়ন তুলেছিলেন। এবার ৯৩ বছরে বিয়ে করে শোরগোল ফেলে দিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি অ্যাপোলো-১১ চন্দ্রাভিযানের অন্যতম নায়ক ছিলেন। ১৯৬৯ সালে চন্দ্রপৃষ্ঠে পা রেখেছিলেন। নীল আর্মস্ট্রংয়ের ১৯ মিনিট পর চন্দ্রপৃষ্ঠে পা রাখা সেই দ্বিতীয় ব্যক্তির নাম এডুইন অলড্রিন

গত ২০ জানুয়ারি তিনি ৯৩ বছর পূর্ণ করেছেন। আর সেই দিনেই তিনি তাঁর প্রেমিকা অ্যানকা ফউরকে বিয়ে করলেন। শনিবার সেই ছবি ট্যুইট করেছেন অলড্রিন। আর এই মূল্যবান ট্যুইট কয়েক মুহূর্তে ভাইরাল হয়ে যায়। প্রবীণ মহাকাশচারীর বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ লক্ষ অনুরাগীরা। ইতিমধ্যেই এই পোস্টটিতে ২২ হাজার লাইক হয়েছে। প্রায় ১৮ লক্ষ মানুষ সেই ট্যুইট দেখেও নিয়েছেন।
এই নিয়ে চতুর্থ বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এডুইন। এর আগে তিনবার বিয়ে করেছিলেন অলড্রিন। একাকিত্ব থেকে মুক্তির জন্যই বয়সে ৩০ বছর কম বান্ধবী অ্যানকার হাত ধরলেন তিনি। অ্যানকার বয়স এখন ৬৩ বছর।

Related posts

Leave a Comment