গোপালনগর, ২১ সেপ্টেম্বর: গোপালনগর ৩৪ নং প্রাইমারি স্কুল ও আইসিডিএস সেন্টারের বেহাল দশা। বিগত ৮ বছর ধরে icds এর সেন্টারের রান্নার জায়গা ও পঠন পাঠন এর স্থান জঙ্গলে পরিণত হয়েছে। এই বিষয় আইসিডিএস আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করলেও কোন প্রকার কাজ হয়নি বলে অভিযোগ। রান্নার জায়গার আশেপাশে জঙ্গলে পরিপূর্ণ। সাপ ও বিষাক্ত কীটপতঙ্গের ভয় ও আতঙ্কের মধ্যেই চলছে শিশুদের পঠন পাঠন এবং খাওয়া দাওয়া। জরুরি ভিত্তিতে বর্তমান অঞ্চলের প্রধানকে এ বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি সশরীরে গিয়ে আইসিডিএস স্কুল পর্যবেক্ষণ করেন এবং সংস্কার করে দেবেন বলে আশ্বাস প্রদান করেন।
previous post