দক্ষিণ দিনাজপুর: রাত পোহালেই দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। তার প্রাক্কালে সমগ্র দেশজুড়ে বিভিন্ন দোকানে ব্যাপক হারে বিক্রি বেড়েছে ভারতের জাতীয় পতাকার। মঙ্গলবার ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হবে।
তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরজুড়ে বিভিন্ন দোকানে ভারতের জাতীয় পতাকার বিক্রির হার ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। যা কিনতে ভিড় জমাচ্ছেন আবালবৃদ্ধবনিতা। ৫ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা অবধি বিভিন্ন ধরনের ভারতের জাতীয় পতাকা বিক্রি চলছে বলে জানা গিয়েছে। গত ৩ বছর আগে করোনা পরিস্থিতির মধ্যে অনেক ব্যবসায়ীদের লক্ষ্মীর ভাঁড়ে টান পড়েছিল। কিন্তু বর্তমানে করোনা যুদ্ধে জয়লাভ করেছে ভারত। আর তাতেই ব্যবসা গত বছর থেকে ভালো হচ্ছে। তার পাশাপাশি মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদের। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ব্যবসা ভালো হওয়ায় গঙ্গারামপুর শহরের বিভিন্ন দোকানদারেরা ভারতের জাতীয় পতাকা তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে। এবিষয়ে গঙ্গারামপুরের এক ব্যবসায়ী প্রসেনজিৎ পাল জানান, “আমি মূলত স্বাধীনতা দিবসের জন্যই দোকান দিই জাতীয় পতাকা বিক্রি করার জন্য।
কিন্তু গতবছরের তুলনায় এবছর বিক্রিতে একটু ভাটা পড়েছে। কারণ কিছুটা প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারণে, আবার কিছুটা অনেকের কাছেই পতাকা রয়েছে। তাই পতাকার বিক্রির হার এবছর একটু কম। কিন্তু স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের জাতীয় পতাকার বিক্রির হার রয়েছে। ৫ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ভারতের জাতীয় পতাকা বিক্রি হচ্ছে। সেকারণে আমরা খুব খুশি। আমাদের লক্ষ্মীর ভাঁড়ে টান পড়েছিল করোনা পরিস্থিতির জন্য। তবে এবছর বিক্রির হার কিছুটা কম থাকলেও জাতীয় পতাকা কিন্তু বিক্রি হচ্ছে”। কিন্তু গতবছর থেকে ভারতের জাতীয় পতাকা বিক্রি করে অনেকেই ফের রোজগার করে বাড়তি অক্সিজেন পাচ্ছেন বলে জানা গিয়েছে। তবে বলাই বাহুল্য, স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে গঙ্গারামপুর শহরজুড়ে স্বাধীনতা দিবস পালন করবার জন্য সাজো সাজো রব শুরু হয়েছে। তার পাশাপাশি স্বাধীনতা দিবস পালন করবার উচ্ছ্বাসে মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই। রাত পোহালে সমগ্র দেশবাসী সহ গঙ্গারামপুরবাসীরা ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালনে মেতে উঠবেন।
previous post