21 C
Kolkata
December 26, 2024
রাজ্য

৭০৪ বছর পর ফের বাংলায় শুরু হচ্ছে কুম্ভমেলা

সংবাদ কলকাতা: ৭০৪ বছর পর পুনরায় এ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে কুম্ভ মেলা। বঙ্গ কুম্ভ পরিষদের হাত ধরে এবছর অনুষ্ঠিত হতে চলেছে এই মেলা। নদীয়া জেলার কল্যাণীর মাঝের চরে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিন ধরে চলবে এই মেলা।

প্রসঙ্গত, পূর্বে এ রাজ্যেই প্রতি বছর অনুষ্ঠিত হত কুম্ভমেলা। তারপর এই মেলা বন্ধ হয়ে যায়। বর্তমানে এই মহামেলা অনুষ্ঠিত হয় গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে। মহা সমাহারে হাজার হাজার নাগা সাধুর সমাবেশ ঘটে মেলায়। দেশ বিদেশ থেকে বহু পুন্যার্থী মেলা প্রাঙ্গণে ভিড় জমায় এবং ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের সৌভাগ্য লাভ করেন।

তবে এ বছর নদীয়ার মাঝের চরে বঙ্গ কুম্ভ মেলার তত্ত্বাবধানে এ রাজ্যে ফিরে আসতে চলেছে পুরানো ঐতিহ্য। প্রায় ২০০০ নাগা সাধুর সমাবেশ ঘটবে এ বছরের কুম্ভ মেলায়। তিন দিন ধরে চলবে বিশ্বশান্তি যজ্ঞ। পাশাপাশি থাকছে হেলিকপ্টার থেকে পুষ্প বর্ষণের ব্যবস্থা।

Related posts

Leave a Comment