December 27, 2024
রাজ্য

৬ ডিসেম্বর রেল রোকো আন্দোলনের ডাক দিল কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম

ময়নাগুড়ি: ৬ ডিসেম্বর রেল রোকো আন্দোলনের ডাক দিল কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। মঙ্গলবার এব্যাপারে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মিনি মার্কেট এলাকায় ফোরাম-এর একটি যৌথ সভা হয়। বৈঠকে যোগ দেয় কামতাপুর পিপলস পার্টি ( ইউ) ও কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। সেই সভা থেকে আগামী ৬ ডিসেম্বর যৌথ উদ্যোগে রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে।
জানা গিয়েছে, কামতাপুর নামে আলাদা রাজ্য ও কামতাপুরী ভাষায় অষ্টম তপশিলির দাবি জানিয়ে এই আন্দোলনের ডাক দিয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। ১৯৬৯ সালে উত্তরাখন্ডে পৃথক রাজ্যের জন্য আন্দোলনে নামে এই সংগঠন। এরপর ১৯৯৬ সালে ৭ জানুয়ারি কামতাপুর পিপলস পার্টি পৃথক রাজ্যের জন্য আন্দোলনে নামে।
৬ ডিসেম্বর গোটা উত্তরবঙ্গ জুড়ে কয়েকটি স্টেশনে রেল রোকো আন্দোলনে নামবে কামতাপুর পিপলস পার্টি (ইউ) ও প্রোগ্রেসিভ পার্টি।
এদিন এই সভায় উপস্থিত ছিলেন কামতাপুর পিপলস পার্টি সুপ্রিমো নিখিল রায়, জলপাইগুড়ি জেলার সভাপতি দুন্দেশ্বর রায়, জেলা সম্পাদক বিশ্বনাথ রায়, ব্লক সভাপতি দীপক রায়, ব্লক সেক্রেটারি মন্টু রায় ও চন্দন রায়। এছাড়া কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে সভাপতি অমিত রায়, জয়দেব রায়, লঘু নাথ রায়, বিমল রায়, আপু রায় ও সঞ্জয় রায় সহ আরও অনেকে।

Related posts

Leave a Comment