27 C
Kolkata
August 1, 2025
Uncategorized বিদেশ

৫৬০টি দেহ কেটে বিক্রি, মার্কিন সুন্দরীকে ২০ বছর কারাদন্ড দিল আদালত

ওয়াশিংটন: হাঁড় হিম করা ঘটনা এবার মার্কিন মুলুকে। একটা দুটো নয়। দিনের পর দিন ৫৬০টি মৃতদেহ কেটে বিক্রি করেছে এক মার্কিন সুন্দরী। জানা গিয়েছে, ওই মহিলা একটি ফিউনারেল হোম চালাত। সেই সুযোগ কাজে লাগিয়ে এই ঘটনা ঘটিয়েছে সে। মৃতদেহের বিভিন্ন অংশ কেটে বিক্রি করেছে সাগর পারের ওই সুন্দরী। আর এজন্য তাকে ২০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। মহিলার নাম মেগান হেস। তার বয়স ৪৬ বছর।

এই ঘটনায় জড়িত রয়েছে ওই মহিলার মা-ও। শিরলি কোচ নামে ওই বৃদ্ধার বয়স ৬৯ বছর। আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এই বৃদ্ধা দেহগুলিকে টুকরো করত বলে তদন্তে জানা গিয়েছে। টুকরো করা দেহগুলিকে বিভিন্ন ল্যাবে বিক্রি করত তারা। এব্যাপারে মৃতদের পরিবারের কাছ থেকে কোনও অনুমতি না নিয়েই এই কাজ করা হয়েছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment