সুভাষ বৈদ্য, সংবাদ কলকাতা: অবশেষে চাঁদের উদ্দেশে পাড়ি দিল নাসার রকেট ‘আর্টেমিস-১’। বুধবার ভোরে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় মহাকাশযানটি। এর ফলে ৫০ বছর পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গেল নাসার। যার প্রথম পদক্ষেপ ছিল ‘আর্টেমিস-১’-এর সফল উৎক্ষেপণ।
নাসা তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইভেন্টটি লাইভ স্ট্রিম করেছে। টুইটারে ছোট ক্লিপ পোস্টও করেছে। বলা যায়, শুরুতেই চমক। চাঁদকে প্রদক্ষিণ করার সময় রকেটের শীর্ষে স্থির স্পেসশিপ ওরিয়ন দ্বারা ধারণ করা পৃথিবীর ফুটেজ টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে নাসা।
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার দাবি, ৪ থেকে ৬ সপ্তাহের অভিযানে পৃথিবী থেকে প্রায় ২ লক্ষ ৮০ হাজার মাইল দূরত্ব সফর করবে এই রকেট। ভিতরে ‘ওরিয়ন’ ক্রু ক্যাপসুল থাকলেও তাতে কোনও মানুষ নেই। বদলে রয়েছে সেন্সর লাগানো ৩টি ম্যানিকুইন। এই ‘ওরিয়ন’কে প্রথমে পৃথিবীর কক্ষপথে স্থাপন করবে আর্টেমিস-১। পরে ওই ক্যাপসুল ২৬ দিন ধরে নির্ধারিত পথে চাঁদকেও অতিক্রম করে কিছুদূর এগিয়ে যাবে।
নাসার আধিকারিকরা জানাচ্ছেন, তাঁদের কাছে এটি একটি ঐতিহাসিক সাফল্য। উল্লেখ্য, এর আগে ১৯৬৯ সালে ‘অ্যাপোলো-১১’ মিশনে প্রথম চাঁদে মানুষ পাঠানো হয়েছিল। নাসার সেই অভিযানে চাঁদে পাড়ি দিয়েছিলেন নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন।
previous post
next post