29 C
Kolkata
April 12, 2025
রাজ্য

৪ জুনের পর তৃণমূলের হাওয়া বেরিয়ে যাবে: মোদী

কলকাতা, ২৯ মে: গতকাল মঙ্গলবার কলকাতায় প্রথমবার রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ মথুরাপুর কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে বড়সড় মন্তব্য করলেন মোদী। তিনি আজও তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিষয়ে আক্রমণের পাশাপাশি বড়সড় পরিবর্তনের আভাস দিলেন। কাকদ্বীপের জনসভায় বলেন, ৪ জুনের পর তুষ্টিকরণ রুখতে দেশে বড়সড় রাজনৈতিক ভূমিকম্প হবে। শুধু তাই নয়, তিনি পূর্বাভাস দেন, এই ৪ জুন ভোটের ফলাফল প্রকাশের পর আগামী ৬ মাস দেশে বড়সড় ‘রাজনৈতিক ভূমিকম্প’ আসতে চলেছে। মোদী এদিন বলেছেন, ‘৪ জুনের পর তৃণমূলের হাওয়া বেরিয়ে যাবে।’

তিনি বলেন,“তৃণমূল এবং ইন্ডিয়া জোট বাংলাকে উলটো পথে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালোবাসা তৃণমূল সহ্য করতে পারছে না। সেই জন্য ওরা খেপে গিয়েছে। কী সব বলে। বাংলার প্রতি তৃণমূলের ঘৃণা দেখতে পাওয়া যায়। ওদের কাছে একটাই অস্ত্র, এটা হতে দেবে না। বিকাশের জন্য মোদি যা করে, তৃণমূল বলে সেটা হতে দেবে না।”

সভা থেকে মোদী বলেন,“তৃণমূল তুষ্টিকরণের জন্য দেশের সংবিধানেও হামলা করছে। আমাদের সংবিধানে দলিত, পিছিয়ে থাকাদের জন্য সংরক্ষণ দিয়েছে। কিন্তু তৃণমূলের আমলে সেই সংরক্ষণেও লুঠ হচ্ছে। মুসলমানদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। অনগ্রসর শ্রেণির মানুষদের অধিকার ছিনিয়ে মুসলিমদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্ট এই শংসাপত্র বাতিল করে দিয়েছে। তৃণমূল এই নির্দেশ অমান্য করতে পারে না। মুসলমানদের মিথ্যা বলছে। ভুল রটাচ্ছে। একবার ভাবুন তুষ্টিকরণের জন্য এরা কোন সীমায় পৌঁছাতে পারে?”

আজ মথুরাপুর কেন্দ্রের লোকসভা ভোটের প্রচারের জন্য কাকদ্বীপের জনসভায় মোদী রাজ্যের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। মূলত বাংলায় আরও বড় জয়ের আশায় তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি একের পর তৃণমূল সরকারের দুর্নীতির সমালোচনা করেন। তিনি রাজ্যের ওবিসি শংসাপত্র থেকে শুরু করে সাধু সন্তদের ওপর আক্রমণের অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করেন। বলেন, “তৃণমূলের একটাই এজেন্ডা। ওদের সব কিছুতে কাটমানি চাই। তৃণমূল বাংলার পরিচয় নষ্ট করতে চাইছে। সাধু সন্ন্যাসীদেরও ছাড়ছে না। তৃণমূল ইস্কন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘের মতো সংস্থাকেও গালি দিচ্ছে। তৃণমূলের গুন্ডারা মঠে হামলা করছে। রামমন্দির আমাদের আস্থার কেন্দ্র। তৃণমূলের লোক রামমন্দিরকে অপবিত্র বলে। এইরকম তৃণমূল বাংলার সংস্কৃতি রক্ষা করতে পারবে না। তৃণমূল তুষ্টিকরণের জন্য দেশের সংবিধানেও হামলা করছে।”

এছাড়া তিনি বলেন, “আমরা সত্তরোর্ধ্বদের জন্য আয়ুষ্মান প্রকল্প এনেছি। কিন্তু তৃণমূল বলছে, বাংলায় হতে দেবে না। কেন্দ্র সরকার মৎস্যজীবীদের এত যোজনা চালাচ্ছে। কত টাকা দিয়েছি। কিন্তু তৃণমূল সেই সব যোজনা হতে দেয়নি। তৃণমূলের মানুষের জন্য কোনও সহানুভূতি নেই। শুধু ওদের তোলাবাজ এবং কাটমানি নিয়েই যত ভাবনা। তৃণমূলকে কি সাজা দেবেন না? মথুরাপুরে নদী কাটা বন্ধ করতে কেন্দ্র টাকা পাঠায়। তৃণমূল সেই টাকা খেয়ে নিয়েছে। তৃণমূলের সব কাজে কাটমানি চাই। বাচ্চাদের মিডডে মিলেও কাটমানি চাই ওদের।”

Related posts

Leave a Comment