28 C
Kolkata
April 4, 2025
রাজ্য

৪২ হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতির

সুমন মল্লিক, সংবাদ কলকাতা: ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ৪২ হাজার শিক্ষকের প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, প্রয়োজনে ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব। যদিও ঢাকি বলতে তিনি কাকে বোঝাতে চাইছেন, সে বিষয়টি স্পষ্ট নয়।

জানা গিয়েছে, ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার পর ২০১৬ ও ২০১৭ সালে পরপর দুটি প্যানেল প্রকাশ করে শিক্ষক নিয়োগ করে পর্ষদ। ২০১৭ সালের প্যানেলে মোট ২৬৯ জনের নামের তালিকা ছিল। যাদের নিয়োগে চরম অনিয়মের অভিযোগ ওঠে। এই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে চরম ক্ষোভ প্রদর্শন করে ভরা এজলাশে এরূপ মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরির আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ১৪০ জন অপ্রশিক্ষিত প্রার্থী। সেই মামলারই শুনানিতে বিচারপতির এরূপ পর্যবেক্ষণ।

Related posts

Leave a Comment