21 C
Kolkata
December 24, 2024
দেশ

৪০ লক্ষ ছাত্র-ছাত্রীর সঙ্গে বক্তব্য ও চিন্তাধারা আদান প্রদান করলেন প্রধানমন্ত্রী

সংবাদ কলকাতা: “পরীক্ষা পে চর্চা” শীর্ষক অনুষ্ঠানে দেশের ৪০ লক্ষ ছাত্র-ছাত্রীদের সাথে বক্তব্য ও চিন্তাধারা আদান প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর “পরীক্ষা পে চর্চা” শীর্ষক অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ দলীয় কর্মীদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। এদিন শিলচরের সাংসদ ডঃ রাজদীপ রায় ও জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা উপস্থিত থেকে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাথে প্রধানমন্ত্রীর সরাসরি বক্তব্য ও চিন্তাধারা আদান প্রদানের দৃশ্য প্রত্যক্ষ করেন।

এছাড়াও জেলা বিজেপি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কারও ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন দলের কর্মকর্তারা। বিষয়টি নিয়ে সাংসদ রাজদীপ রায় জানান, জেলা বিজেপির উদ্যোগে ৯ম থেকে ১২ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার ৩৭টি বিদ্যালয়ের মোট ৬৫০ জন ছাত্র-ছাত্রী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। এদিন আসামের সর্ব বৃহৎ অংশগ্রহণ বলে জানিয়েছেন তিনি। আজ ৬ জনকে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা শীর্ষক বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানটি প্রোজেক্টারের মাধ্যমে উপস্থিত ছাত্র-ছাত্রী সহ দলীয় কর্মীদের দেখানো হয়েছে।

Related posts

Leave a Comment