লখনউ: ঘুষ নেওয়ার অপরাধে এক অবসর প্রাপ্ত রেলকর্মীকে এক বছরের কারাদন্ড। সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। জানা গিয়েছে, তিনি ৩২ বছর আগে ১০০ টাকা ঘুষ নিয়েছিলেন। সেই অপরাধেই তাঁর এই সাজা ঘোষণা করল আদালত। ঘটনাটি ঘটে ১৯৯১ সালে। অভিযুক্তের নাম রামনারায়ণ ভার্মা। বয়স ৮২ বছর। ঘুষের অভিযোগ ওঠার পর ওই প্রাক্তন রেলমন্ত্রীকে গ্রেপ্তার করল সিবিআই।
সেসময় তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিলেন রেলওয়ের প্রাক্তন ট্রেন চালক রামকুমার তেওয়ারি নামে এক ব্যক্তি। ৩ দশক ধরে এই মামলা চললেও অবশেষে লখনউয়ের বিশেষ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। বৃহস্পতিবার বিচারক অজয় বিক্রম সিং তাঁকে দণ্ডাদেশ দেন। ভার্মা আদালতের কাছে তাঁর বয়স জনিত কারণে শাস্তি কমানোর আবেদন জানান। তিনি বলেন, এর আগে ২ বছর তিনি জেল খেটেছেন। কিন্ত আদালত তাঁর কোনও কথায় কর্ণপাত করেনি। বরং পরিষ্কার জানায়, তাঁর শাস্তি যদি কমানো হয়, তাহলে সমাজে ভুল বার্তা যাবে।
জানা যায়, রামনারায়ণ ভার্মা রামকুমার তেওয়ারির মেডিক্যাল সার্টিফিকেট করে দেওয়ার জন্য তাঁর কাছে ১৫০ টাকা দাবি করলেও তাঁদের মধ্যে ১০০ টাকার রফা হয়। আর এই টাকা ভার্মা নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলে সিবিআই। এবং তাঁকে গ্রেফতারও করা হয়। তারপর তদন্ত চলার শেষে আদালতে চার্জসিট জমা পড়ার পর ২০২২ সালের ৩০ নভেম্বরে ওই ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
previous post
next post