সংবাদ কলকাতা: এক ধাক্কায় এক বছর বাড়ল ব্যাঙ্কের লকার চুক্তির সময়সীমা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রাহকের সঙ্গে ব্যাঙ্কের এই চুক্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে চুক্তি না-হওয়া লকার ফ্রিজ করা যাবে না। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক গত ২০২১ সালের আগস্ট মাসে লকারের ব্যাপারে একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকায় চলতি বছরের ১ জানুয়ারির মধ্যে গ্রাহকের সঙ্গে লকারের নতুন করে চুক্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বহু গ্রাহক চুক্তিপত্রে সই না করায় লকার ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশিকার ফলে গ্রাহকরা পূর্বের মতো স্বাভাবিকভাবে লকার ব্যবহার করতে পারবেন।
যদিও এতদিন নতুন চুক্তিতে সই না করা গ্রাহকরা দাবি করে আসছিলেন, ব্যাঙ্ক তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। এবিষয়ে বিস্তারিতভাবে কিছু জানানোও হয়নি। অনেকে আবার অভিযোগ করেন, তাঁরা লকার ব্যবহার করতে পারছেন না। যদিও এই লকার সংক্রান্ত চুক্তি এখনও অবধি এক এক ব্যাংকে এক এক রকম। তবে রিজার্ভ ব্যাঙ্ক চাইছে, সবার জন্য নিয়মটি একই রকম হোক। সব ব্যাংকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট চুক্তিপত্র স্বাক্ষরিত হোক। এজন্য সমস্ত ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে, ৫০ শতাংশ গ্রাহকের লকার চুক্তি ৩০ জুনের মধ্যে সম্পন্ন হোক। এবং ৭৫ শতাংশ কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা বা বাধ্যতামূলক করা হয়েছে। বাকি চুক্তি ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে বলে আরবিআই জানিয়ে দিয়েছে।