সংবাদ কলকাতা: ঘোষণা হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলার দিনক্ষণ। আগামী ৩০ জানুয়ারি ২০২৩ থেকে শুরু হতে চলেছে কলকাতা বইমেলা। চলবে ১২ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। আজ শহরের এক পাঁচতারা হোটেলে পাবলিশার্স এন্ড বুক সেলারস্ গিল্ডের তরফে এক সাংবাদিক সন্মেলন করে এই ঘোষণা করা হয়েছে।
এবারের বইমেলার থিম কান্ট্রি স্পেন। এর আগে ২০০৬ সালের বই মেলার থিম কান্ট্রি ছিল স্পেন। এই সন্মেলনে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত খোসে মারিয়া রিদাও দোমিনগেজ। এবারের বইমেলাও অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে।প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই বইমেলা।
এবারের বইমেলায় বইয়ের পাশাপাশি থাকছে ফুড কর্নার এবং অবসর বিনোদনের ব্যবস্থা। মেলায় থাকছে কয়েকশ বই ও লিটল ম্যাগাজিনের স্টল। পাশাপাশি প্রতিদিন মুক্ত মঞ্চে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।