নতুন দিল্লি: আগামী ৩০ জানুয়ারি দেশ জুড়ে ২ মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ৩০ জানুয়ারি গান্ধীজির শহীদ দিবসে ভারতের স্বাধীনতা আন্দোলনে সমস্ত শহীদের প্রতি সন্মান জানাতে এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে সমস্ত রাজ্য সরকারকে।
ঐ দিন সকাল ১১টায় সাইরেন বাজিয়ে সারা দেশে নীরবতা পালনের সূচনা করা হবে। ১১ টা ২ মিনিটে পুনরায় সাইরেন বাজিয়ে সেটি সমাপ্ত করা হবে।
নীরবতা পালন করা হবে সেনা বাহিনীর বন্দুক থেকে গুলি চালিয়েও। যে যেখানে থাকবেন, গুলির আওয়াজ শোনার পর তাঁকে সেখানেই দাঁড়িয়ে যেতে হবে। এবং নীরবতা পালন করতে হবে। কোনও এলাকায় শব্দ না পাওয়া গেলে, সময় হিসেব করে নীরবতা পালন করতে হবে। কেন্দ্র রাজ্যগুলিকে ইতিমধ্যে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত মন্ত্রক, বিভাগ, লোকসভা ও রাজ্যসভার সচিবালয়ে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রের নির্দেশের পরই বঙ্গ বিজেপি এই নীরবতা পালনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তবে আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়।