নতুন দিল্লি, ৭ ডিসেম্বর: মাত্র ৩০টি আসনের ব্যবধান। তাতেই দিল্লি পুরনিগম হাতছাড়া হল বিজেপির। আজ বুধবার সকাল ৮টা থেকে দিল্লি পুরনিগমের ভোট গণনা শুরু হয়। প্রথমদিকে বিজেপি এগিয়ে গেলেও শেষরক্ষা হল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। সব শেষে বিজেপিকে মাত দিয়ে দিল্লি পুরনিগম দখল নিল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি।
২৫০টি আসনের মধ্যে ১৩৪টি আসনে জয় ছিনিয়ে পুরবোর্ড দখল নিল আপ। অপরদিকে বিজেপি পেল ১০৪টি। ৯টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। যা চরম অস্বস্তি সৃষ্টি করেছে মোদী শাহ শিবিরে। প্রসঙ্গত ২৫০টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয় গত ৪ ডিসেম্বর। ভোট পড়েছিল ৫০.৪৭ শতাংশ। এদিকে কেজরিওয়াল বলেছেন, মানুষ কুকথার রাজনীতি নয়, উন্নয়নে বিশ্বাসী। পাশাপাশি, কেজরিওয়াল দিল্লিবাসীকে আশ্বস্ত করে বলেছেন, তিনি মানুষকে সঙ্গে নিয়ে দুর্নীতিকে সমূলে উচ্ছেদ করবেন।
previous post
next post