সংবাদ কলকাতা: ফের ইডি-র তলব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী ৩রা অক্টোবর তাঁর হাজিরার দিন। সল্টলেকের cgo complex-এ তলব করা হয়েছে তাঁকে। মূলত নিয়োগ দুর্নীতি মামলাতেই তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
next post
