31 C
Kolkata
August 1, 2025
দেশ রাজ্য

২ সেপ্টেম্বর অভিষেককে তলব করল ইডি, সমন মেনকাকেও

সুভাষ পাল, সংবাদ কলকাতা: কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। তবে এবার দিল্লিতে নয়। আদালতের নির্দেশ মেনে ২ সেপ্টেম্বর ইডির কলকাতার অফিসে হাজির হতে হবে তাঁকে। সেই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের শালিকা মেনকা গম্ভীরকে ৫ সেপ্টেম্বর প্রথমে ইডি-র দিল্লির দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু, দিল্লিতে যেতে আপত্তি জানিয়ে আদালতে আবেদন জানান মেনকা। আদালত সেই আবেদন মঞ্জুর করে। এবং তাঁকে আগামী তিন সপ্তাহ গ্রেপ্তার না করার রক্ষাকবচ দেয় হাইকোর্ট। পাশাপাশি মেনকাকে ইডির কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের ছাত্র সমাবেশ হয়। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বিষয়ে আক্রমণ করেন অভিষেক। ঠিক তাঁর পরেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় সভায় তিনি দলের ছাত্রনেতাদের বলেন, এরপর যদি ববির বিপুল সম্পত্তির হদিশ মেলে, তাহলে তা জানবেন সবই সাজানো। এরপর তিনি বলেন, অভিষেক আজ এত কথা কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে বলেছে, কাল না জানি ওকে ইডির নোটিস পাঠায়। কাকতালীয়ভাবে অবশেষে মমতার মুখের কথায় সত্যি হয়ে গেল। মঙ্গলবার অভিষেককে সমন পাঠাল ইডি।
উল্লেখ্য, গত ২১ জুলাই ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে দিল্লির দপ্তরে জিজ্ঞাসাবাদ করে ইডি। কাকতালীয়ভাবে ঐদিন ধর্মতলায় ছিল তৃণমূলের শহীদ সমাবেশ। সেই সভা থেকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ২১ জুলাইয়ের সমাবেশ থেকে নজর ঘোরাতেই আজ সোনিয়াকে ডেকেছে ইডি। একইভাবে এই সভায় বক্তৃতার সময় কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বিষয়ে তোপ দাগেন মমতা ও অভিষেক। তৃণমূলের বিরুদ্ধে এজেন্সিকে ব্যবহারেরও অভিযোগ আনেন তাঁরা। ঠিক তার পরের দিন রাজ্য জুড়ে শুরু হয়ে যায় তোলপাড়। এদিন ভোর বেলায় এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যের ১৩ জায়গায় অভিযান চালায় ইডি। প্রাক্তন পর্ষদ সভাপতি, শিক্ষা প্রতিমন্ত্রী, এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকরা। তদন্তে উঠে আসে পার্থ বাবুর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। পার্থ বাবুর বাড়ি থেকে অর্পিতার নামে একাধিক নথি উদ্ধার হয়। এরপর তাঁর বাড়িতেও হানা দেয় ইডি। সেখানে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ২১ কোটি ৯০ লক্ষ টাকা। উদ্ধার হয় প্রায় ৭৯ লক্ষ টাকার সোনার গহনা। একাধিক সম্পত্তির নথি। এসএসসি চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত একাধিক নথি। এরপর বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ আরও প্রায় ২৯ কোটি টাকা। পাওয়া যায় ৫ কেজি সোনা। এছাড়াও রাজ্যজুড়ে পার্থ ও অর্পিতার নামে মিলেছে বিপুল জমি, বাড়ি ও ফ্ল্যাটের হদিশ। গত তিন বছরে তাঁদের প্রায় ৭০০ কোটি টাকার ব্যাংক লেনদেনের হিসেবে মিলেছে । তদন্ত যতই এগোচ্ছে পেঁয়াজের খোসার মতো নতুন নতুন সম্পত্তির হদিশ দিচ্ছে ইডি। সেই বেহিসেবি সম্পত্তির শাখা প্রশাখা বিস্তার করেছে পার্থ বাবুর একাধিক আত্মীয়ের মধ্যেও। এই বিপুল সম্পত্তির শেষ কোথায় তা কেউ জানেনা।

Related posts

Leave a Comment