32 C
Kolkata
August 2, 2025
Uncategorized

২৬ নভেম্বর ঠাকুরনগরে বিজেপির মেগা জনসভা

সংবাদ কলকাতা: আগামী ২৬ শে নভেম্বর ঠাকুরনগরে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির একটি মেগা জনসভা। যে সভায় উপস্থিত থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক সহ আরও অনেক হেভিওয়েট নেতার। সভা ঘিরে উত্তেজনা তুঙ্গে। কিন্তু সমালোচনা যেন পিছু ছাড়ছে না। CAA নিয়ে আয়োজিত এই সভার আয়োজক শান্তনু ঠাকুর বলেন, ২০২৪ সালের আগে সারা ভারতে চালু হবে CAA। যা নিয়ে বেঁধেছে গোল। উল্লেখ্য, গত কয়েকদিন আগে বিজেপির ডাকা একটি সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু সে মঞ্চে দেখা যায়নি শান্তনু ঠাকুর বা সুব্রত ঠাকুরকে। যা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস মহাশয়। তিনি বলেন, দলে শান্তনুর গুরুত্ব কমে যাওয়ায় তিনি মতুয়াদের নিয়ে রাজনীতি করে প্রচারের আলোয় আসতে চাইছেন। কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস মহাশয়। তিনি বলেন, বিজেপি গোষ্ঠী কোন্দলে জেরবার। এরা মানুষের উন্নতি চায় না। তৃণমূলের সাথে লড়বে কিভাবে।
বনগাঁ লোকসভার প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, সামনেই পঞ্চায়েত ভোট। তাই ভোটের আগে CAA নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। কিন্তু মতুয়ারা আর বিজেপিকে বিশ্বাস করে না।

Related posts

Leave a Comment