শিলচর: রেনেসাঁ সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২৬ ডিসেম্বর শিলচর, মিজোরাম সার্কিট হাউস-এর বিপরীতে গোল্ডেন পার্কে মাদকদ্রব্য সেবন ও র্যাগিং-এর বিষয়ে একটি সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই আজ রেনেসাঁ সংস্থার কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য তুলে ধরেন। তাঁরা বলেন, প্রায় সময় দেখা যায় অনেক ছেলে মেয়েরা নেশাগ্রস্ত অবস্থায় থাকে ও স্কুল কলেজে র্যাগিং-এর ঘটনা প্রায় সময় সংঘটিত হয়। তাই এই সব ঘটনা থেকে কিভাবে নিজেকে সুষ্ঠুভাবে গড়ে তোলা যায়, তার জন্য ২৬ ডিসেম্বর শিলচর সোনাই রোড মিজোরাম সার্কিট হাউসের বিপরীতে গোল্ডেন পার্কে ড্রাগস ও র্যাগিং-এর বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
previous post