April 16, 2025
টিভি-ও-সিনেমা দেশ

২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখের “পাঠান”, ভক্তরা আশা-নিরাশায় দোদুল্যমান

মুম্বই, ২৩ জানুয়ারি: দেশজুড়ে নানা বিতর্কের মধ্যে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছবি “পাঠান”। প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরছেন কিং খান। বলিউড বাদশাহের এই ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির লোকজন। এরই মধ্যে এই ছবি নিয়ে দেশজুড়ে তুলকালাম হয়ে গেছে।

তবে এই ছবির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান অনেকেই। মধ্যপ্রদেশে ছবির মুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে গেরুয়া বাহিনী। দেশের একধিক রাজ্যের জাতীয়তাবাদী মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, এই ছবিতে দীপিকার অশ্লীল পোশাক ও ভঙ্গিমা ভারতের ঐতিহ্যকে অসম্মান করা হয়েছে। নানান বিতর্কের মধ্যেও “কি হয়! কি হয়!” ভাব দর্শকদের মনে। গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে টিকিট বুকিং। ইতিমধ্যে বেশ কয়েক লক্ষ টিকিট বুকিং হয়ে গেছে।

ছবি মুক্তির আগেই শাহরুখের বাড়ির সামনে প্রতিনিয়ত জড়ো হচ্ছেন অগণিত ভক্ত। তাঁরা সকলেই অভিনেতাকে এক ঝলক দেখতে চান। সেজন্য অপেক্ষা করছিলেন। অবশেষে তিনি দেখা দিলেন। তাতে ভক্তরা বেজায় খুশি। ছবি মুক্তির আগে ভক্তদের মন জয় করা সেই ভিডিও ট্যুইট করেছেন শাহরুখ। যেন জানিয়ে দিলেন, নানা বিতর্কের মধ্যেও তাঁর জনপ্রিয়তা যেন কিছুতেই কমার নয়।

গত ২০ জানুয়ারি টিকিট বুকিং হয়েছে প্রায় পাঁচ লক্ষ। এটিই হবে নতুন বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। প্রায় ২ লক্ষ টিকিট বুকিং হয়েছে পিভিআর, আইনক্স ও সিনেপলিস– এ। এগুলি দেশের প্রথম সারির তিন মাল্টিপ্লেক্স। ২৫ জানুয়ারির মধ্যে টিকিট বুকিংয়ের সংখ্যা আরও বেশ কয়েক লক্ষ বাড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে শাহরুখ খান দেশজুড়ে ক্ষোভ প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সূত্রের খবর।

বিতর্ক যেন কিছুতেই থামার নয়। মাঝে গুজরাটের হল ভাঙচুর হয়েছে। এরপর বজরং দল গুয়াহাটির একটি হলেও ভাঙচুর চালায়। সেই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে মাঝরাতে ফোন করেন বলিউড বাদশাহ। কিন্তু হিমন্ত বিশ্বশর্মা বলেন, তিনি শাহরুখ খানকে চেনেন না! ফোন করলে বিষয়টা ভেবে দেখবেন বলে জানান। এরপরই মধ্যরাতে শাহরুখের ফোনে আসে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শাহরুখের কী কথা হয়েছে সেটা জানতে আগ্রহী শত্রুমিত্র সবাই। সব মিলিয়ে নানা বিরোধিতার মধ্যেও ‘পাঠান’ নিয়ে কৌতূহলের শেষ নেই। আর এই কৌতূহলী আশা করেন সিনেমা নির্মাতারা। এখন দেখার, এই কৌতূহল ছবিটিকে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দেয়।

Related posts

Leave a Comment