সংবাদ কলকাতা: ভারতের প্রথম ওয়াটার মেট্রো চালু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৫ এপ্রিল দেশের প্রথম ওয়াটার মেট্রো উৎসর্গ করবেন কোচিতে। প্রসঙ্গত ওয়াটার মেট্রো হল একটি অনন্য শহুরে গণ ট্রানজিট সিস্টেম। যার অভিজ্ঞতা এবং যাতায়াতের সহজতা প্রচলিত মেট্রো সিস্টেমের মতো।
previous post