সংবাদ কলকাতা, ১৫ মে: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরনোর পাঁচ দিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। আগামী ২৪ মে বুধবার এই ফল প্রকাশের দিন ধার্য হয়েছে। আজ একথা ঘোষণা করেছেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ওই দিন দুপুর ১২ নাগাদ একটি সাংবাদিক বৈঠক করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এরপর ১২টা ৩০ মিনিটে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। ওই সময় থেকেই ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ৩১ মে থেকে মার্কশিট দেওয়া হবে। যা প্রত্যেক পরীক্ষার্থী তাঁর নিজের নিজের স্কুলে গিয়ে সংগ্রহ করতে পারবেন।
previous post
