সংবাদ কলকাতা, ১ ডিসেম্বর: ২৪ ঘণ্টার মধ্যে নবম-দশম শ্রেণীর ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, শুক্রবারের মধ্যে অবৈধভাবে সুপারিশপত্র নিয়েছেন, এরকম ১৮৩ জনের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।
পাশাপাশি তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে জানাতে হবে কোন স্কুলে, কতজন কর্মরত রয়েছেন। কেন কর্মরত রয়েছেন। তাদের নাম জানাতে হবে জেলা স্কুল পরির্দশকদের কমিশনকে। এবং আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে।
উল্লেখ্য, এদিন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় বলেন, আগামী ৩ ডিসেম্বর এসএসসি কর্তৃপক্ষ, মামলাকারী এবং সিবিআই নিজেদের মধ্যে বৈঠক করবেন। গাজিয়াবাদ এবং এসএসসির দফতর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ডডিস্ক থেকে ইতিমধ্যেই ওএমআর শিট পাওয়া গিয়েছে। সব কিছু খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। সবার উদ্দেশ্য বিচারপতির মন্তব্য, ‘‘কোনও রকম ভয় পাবেন না। অনেক ধেড়ে ইঁদুর বেরোবে।’’