April 26, 2025
কলকাতা

২১ ফেব্রুয়ারি শুরু হবে বিধাননগর মেলা

সংবাদ কলকাতা: প্রতিবার কলকাতা বইমেলার আগেই হয় বিধাননগর মেলা। তবে এবার বইমেলার পরেই হবে বিধাননগর মেলা উৎসব। সল্টলেকের সেন্ট্রাল পার্কেই হবে এই উৎসব। গতকাল বুধবার বিধাননগর পুরসভার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ২১ ফেব্রুয়ারি এই মেলা শুরু হবে।

প্রসঙ্গত, এবার তৎক্ষণিকভাবে স্থগিত করা হয় বিধাননগর পুরসভা পরিচালিত এই উত্সব। বইমেলা এগিয়ে আসায় হাতে সময় কম। তাই মেলা স্থগিত করা হয়েছে বলে পুরসভার দাবি। যদিও কাউন্সিলরদের অভিযোগ, মেলার জন্য টেন্ডার ডাকা হয়েছিল। কিন্তু বোর্ড মিটিংয়ে কয়েকজন জনপ্রতিনিধি মেলা নিয়ে বিভিন্নরকম ওজোর আপত্তি করেন। ফলে মেলাটি স্থগিত হয়ে যায়। অবশেষে সেই মেলা শুরু হওয়ার খবরে খুশি ক্ষুদ্র ব্যবসায়ী ও বিধাননগরবাসী।

Related posts

Leave a Comment