সংবাদ কলকাতা: সারদা কাণ্ডের তদন্ত নিয়ে ২১ জুলাইয়ের দিনই মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আমাকে যদি জিজ্ঞাসা করে সিবিআই, ইডি; তাহলে মমতা বন্দোপাধ্যায় ও মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে হবে।’ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
উল্লেখ্য, সারদা কাণ্ডের তদন্ত নিয়ে শাসক দলের বিভিন্ন নেতার মুখে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর নাম। তাদের দাবি, সারদা তদন্তে কেন ডাকা হবে না শুভেন্দুকে? কেন জিজ্ঞাসাবাদ করা হবে না তাকে? এবার তারই জবাব দিতে গিয়ে তিনি বিস্ফোরক জবাব দেন ২১ জুলাইয়ের সমাবেশের দিনই। তিনি বলেন, মমতা বন্দোপাধ্যায় মহাকরণে যে অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছিলেন, তার টাকা কোথা থেকে এসেছিল! এছাড়াও তিনি ডেলোর বৈঠকের প্রসঙ্গ তুলে বলেন, ‘ওই বৈঠকে কি হয়েছিল তার সমস্ত তথ্য আমি সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছি।’ শুভেন্দু অধিকারীর এই চাঞ্চল্যকর বক্তব্য ২১ জুলাই সমাবেশের সময় চরম অস্বস্তিতে ফেলে শাসক দলকে।
previous post
next post