24 C
Kolkata
December 26, 2024
রাজ্য

২০২৫ সালেই ভেঙে যাবে রাজ্যের তৃণমূল সরকার: অমিত শাহ

সংবাদ কলকাতা: দুদিনের বঙ্গ সফরে গতকাল পশ্চিমবঙ্গে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পৌঁছেই তিনি সভা করেছেন অনুব্রতর গড়ে বীরভূমের সিউড়িতে। সভা থেকে তিনি স্পষ্ট ঈঙ্গিত দেন, ২০২৫ সালেই ভেঙে যাবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। পাশাপাশি, তিনি বঙ্গ বিজেপিকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৩৫ আসনের লক্ষ্য মাত্রা বেধে দেন।
তিনি বলেন, ২০২৪ শে ৩০০-এর বেশি আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে বিজেপি। এবং তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। মোদীর এই বিজয় রথ এসে থামবে পশ্চিমবঙ্গে।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেন, পরবর্তী মুখ্যমন্ত্রী তাঁর ভাইপো অভিষেক ব্যানার্জি। কিন্তু সে স্বপ্ন পূরণ হবে না। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বিজেপি থেকে। আর ২০২৫ সালেই তা হবে বলে দৃঢ় প্রত্যয়ী হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Related posts

Leave a Comment