সংবাদ কলকাতা, ১৩ আগস্ট: লোকসভা নির্বাচনের আগে বিজেপির রণনীতি নিয়ে ইতিমধ্যেই রাজ্যে পা রেখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ২০২৪-এ লোকসভা নির্বাচনে বিজেপি যে বাংলাকে পাখির চোখ করেছে তা বলার অপেক্ষা রাখে না। শনিবার ও রবিবারের বৈঠকে বিজেপির রাজ্য নেতৃত্বকে লোকসভা ভোটের কথা মাথায় রেখেই বুথ স্তর থেকেই সংগঠন মজবুত করার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি দলের নেতাদের আরও নির্দেশ দিয়েছেন প্রয়োজনে প্রতিটি নেতাকে মাঠে নেমে কেন্দ্র সরকারের জনমুখী প্রকল্পের কথা বোঝাতে হবে মানুষকে। পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতিগুলি ও পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের কথা জনসমক্ষে তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি।
দুদিনের বঙ্গ সফরে রবিবার তিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে সস্ত্রীক দক্ষিনেশ্বর কালী মন্দিরে পুজো দেন। এরপর বিকালে তিনি জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে যোগ দেন।
previous post