সংবাদ কলকাতা: পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতেও চলছে ৫ জি পরিষেবার কাজ। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে চালু হয়েছে ৫ জি পরিষেবা। কিন্তু এরিকসন মোবাইলের সিইও বোরজে এখোল্ম জানান, ২০২৩ সালের মধ্যে ৫ জি পরিষেবায় ভারত হবে বিশ্ব সেরা।
তিনি আরও বলেন, ভারতের মতো বিশাল বাজারে আগে যেখানে ২৫ হাজার কর্মসংস্থান হয়, সেখানে এই সংখ্যা আরও বাড়াতে চায় তারা। বোরজের দাবি, ৫ জি পরিষেবার পরিকাঠামো তৈরিতে আগামীতে ইউরোপ ও আমেরিকাকে পিছনে ফেলবে ভারত।