19 C
Kolkata
December 23, 2024
কলকাতা রাজ্য

২০১৮-এর তালিকা মেনে কমছে বাসভাড়া

সুভাষ পাল ও সুমন মল্লিক: এবার বাস মালিকদের নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। ২০১৮ সালের সরকার নির্ধারিত ভাড়াই নিতে হবে বাস যাত্রীদের কাছ থেকে। আপাতত এমনই নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে। বলা হয়েছে, কোনও বাস মালিক যদি যাত্রীদের থেকে বর্ধিত ভাড়া নেয়, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গতকাল এমনটাই জানিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত লকডাউনের সময়ে দীর্ঘদিন বাস পরিষেবা বন্ধ ছিল। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করা হয়। সেসময় কলকাতা সহ গোটা রাজ্যে বাস যাত্রী ছিল অনিয়মিত। সেই পরিস্থিতিতে বাস মালিকরা যাত্রী সংখ্যা কম থাকার কারণে লোকসানে বাস চালাচ্ছেন বলে দাবি তোলেন। অধিকাংশ বেসরকারি বাস যাত্রীদের কাছ থেকে ২০১৮ সালের অনুমোদিত বাস ভাড়ার সঙ্গে অতিরিক্ত একটি ঐচ্ছিক ভাড়া নিতে শুরু করে। অর্থাৎ ভাড়ার তালিকা অনুযায়ী যদি ন্যূনতম ভাড়া ৮ টাকা হয়, তাহলে বাস কর্তৃপক্ষ ১০ বা ১২ টাকা ভাড়া নিতে শুরু করেন। এনিয়ে যাত্রীদের সঙ্গে নিয়মিত ঝামেলা লেগেই থাকত।

এদিক লকডাউন শেষ হয়েছে প্রায় দুই বছর। বাসের যাত্রী সংখ্যাও স্বাভাবিক হয়েছে। লকডাউনের সঙ্কটময় পরিস্থিতিতে বহু মানুষের রোজগার কমেছে। বহু মানুষ কর্মহারা হয়েছেন। এরকম কঠিন পরিস্থিতিতেও কলকাতা ও জেলার বেসরকারি বাসগুলি এখনও অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এতে নিত্যযাত্রীরা কর্মক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়েছেন। সেজন্য রাজ্য পরিবহন দপ্তর দীর্ঘদিন পর এই বিষয়ে পদক্ষেপ নিল। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে অনেকটা স্বস্তি দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related posts

Leave a Comment