একের পর এক দুর্নীতিতে জর্জরিত মমতা সরকার। রাজ্যের শিক্ষিত ও রাজনৈতিক সচেতন মানুষ তৃণমূল সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই পরিস্থিতে লোকসভা ভোটে যথেষ্ট চাপে রাজ্য সরকার। তারই মাঝে আজ সোমবার গোদের উপর বিষ ফোঁড়ার মতো এসএসসি নিয়োগ দুর্নীতির চাঞ্চল্যকর রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ দ্বাদশের ২০১৬ এসএসসি-র প্যানেলে এই নিয়োগ করা হয়। আজ হাইকোর্ট এই প্যানেলের সমস্ত নিয়োগ বাতিল করে রাজ্যের শিক্ষা দপ্তরকে ফের সঠিক পদ্ধতিতে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয় ৩৮১ পাতার এই রায়ে জানিয়েছে মেয়াদ উত্তীর্ন প্যানেলে যারা চাকরি পেয়েছেন , তাদের চাকরি কখনো বৈধ হতে পারেনা। এই অবৈধভাবে চাকরি প্রাপকদের জনগনের টাকায় বেতন দেওয়া হয়েছে। সেজন্য আগামী ৪ সপ্তাহের মধ্যে সমস্ত বেতন বার্ষিক ১২% হারে সুদ সমেত ফেরত দিতে হবে।
তবে এই রায়ের মধ্যে ব্যতিক্রম হল সোমা দাস নাম এক চাকরি প্রাপক। মানবিক দিক ক্ষতিয়ে দেখে তাঁর চাকরি বাতিল করা হয়নি। কারণ তিনি ক্যান্সার আক্রান্ত। এই রায়ের পাশাপাশি সিবিআইকে এই নিয়োগ দুর্নীতি চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্নীতিতে যারা যারা জড়িত তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজনে তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন হবে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাশাপাশি যারা অতিরিক্ত পদ তৈরী করার জন্য যুক্ত ছিলেন তাদেরকেও খুঁজে বের করবে সিবিআই। আজ আদালত এই চাঞ্চল্যকর রায় দিয়ে রাজ্য তথা দেশের তোলপাড় ফেলে দিয়েছে। ফলে এরপর থেকে টাকার বিনিময় যারা চাকরি নিতে চাই আগামীতে তাদেরকে এই পথে পা বাড়ানোর আগে দুকদম ভাবতে হবে।
এদিকে লোকসভা ভোটের মুখে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বা রাশিদীর ডিভিশন বেঞ্চের এই রায়ে জোর ধাক্কা খেল তৃণমূল সরকার।