28 C
Kolkata
April 6, 2025
জেলা

২০১৩ সাল থেকে র‍্যাগিংয়ের বিরুদ্ধে বাম আমলের আইন কার্যকর ছিল না

জলপাইগুড়ি: র‍্যাগিংয়ের বিরুদ্ধে বাম আমলে আইন তৈরি করা হয়েছিল রাজ‍্যে। কিন্তু ২০১৩ সালের পর সেই সংক্রান্ত কমিটির কাজ বন্ধ হয়ে গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার রবিবার জলপাইগুড়িতে এসে সরব হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, যাদবপুর‌ বিশ্ববিদ্যালয়ের আমি একজন প্রাক্তনী। এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা স্বপ্নদীপের এমন মৃত্যুর ঘটনা ভাবাই যায় না। অনেক স্বপ্ন নিয়ে একটি ছেলে এখানে পড়তে আসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনা নিয়ে গভীরভাবে তদন্ত হ‌ওয়া উচিত বলে মনে করেন তিনি। এদিন সুজনবাবু বলেন, প্রকাশ্যে আসা উচিত সম্পূর্ণ বিষয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হ‌ওয়া উচিত বলে মনে করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাঁরা অপরাধী। কর্তৃপক্ষ এই ঘটনা এড়িয়ে চলতে পারে না।

Related posts

Leave a Comment