27 C
Kolkata
April 12, 2025
দেশ

১৯ জুন পুরীতে জগন্নাথের দারু বিগ্রহ দর্শনের বিশেষ টিকিট

পুরী, ১৬ জুন: গত ৪ জুন ছিল স্নানযাত্রা। এই স্নানযাত্রার পর থেকেই পুরীতে বন্ধ রয়েছে জগন্নাথদেব দর্শন। আগামী ২০ জুন সোমবার রথযাত্রা শুরু হবে। তার আগের দিন অর্থাৎ ১৯ জুন পুণ্যার্থীরা জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে দর্শনের সুযোগ পাবেন।

এদিন টিকিটের মাধ্যমে ‘নেত্র উৎসবে’র পর জগন্নাথদেবের বিশেষ ‘নবযৌবন দর্শনে’র সুযোগ দেওয়া হবে। এর জন্য ৭ হাজার টিকিট বিক্রি করবে শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশন (এসজেটিএ)। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। এই টিকিটের মাধ্যমে সোমবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে তিন দেবদেবীর দারু বিগ্রহ দর্শনের সুযোগ পাবেন।

পুণ্যার্থীদের মন্দিরের দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সকাল ১১ টা পর্যন্ত এই দর্শনের সুযোগ দেওয়া হবে। এরপর রথযাত্রার প্রস্তুতির জন্য বন্ধ থাকবে দর্শন। পুণ্যার্থীদের বিনা বাধায় দেবতা দর্শন ও মন্দির চত্বরে নিরাপত্তার জন্য ৭০টি প্লাটুন মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পুরীর এসপি কানোয়ার বিশাল সিং। জোরকদমে চলছে প্রস্তুতি।

Related posts

Leave a Comment