সংবাদ কলকাতা: শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক নির্দেশেই বাতিল হয়েছে ওএমআর শিট জালিয়াতি করে চাকরি পাওয়া ১৯১১ জনের চাকরি। এমন কি এযাবৎকাল তারা যে মাইনে পেয়েছে তাও ফেরৎ দিতে হবে কয়েকটি কিস্তিতে। যে ঘটনায় রীতিমতো মুখ পুড়েছে রাজ্য সরকারের।
উক্ত ১৯১১ শূন্য পদে যত শীঘ্র সম্ভব নিয়োগের চিন্তা করছে এসএসসি। এরই মাঝে বিচারপতি নির্দেশ দেন যে সমস্ত প্রার্থী অপেক্ষামান তালিকায় রয়েছে তাদের থেকেই নিয়োগ করতে হবে এই শূণ্যপদ গুলিতে।এই নির্দেশের পর এসএসসি শুক্রবারেই তড়িঘড়ি কাউন্সিলিং এর সিদ্ধান্ত জানিয়ে দেয় এসএসসি। তবে দিনক্ষন এখনও ধার্য করা হয়নি।
এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার জানান কোর্টের নির্দেশ মত তিন সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে নিয়োগ প্রক্রিয়া। তবে আর যাতে কোন বিঘ্ন সৃষ্টি না হয় তার জন্য কড়া অবস্থান নিয়েছে এসএসসি। বলা হয়েছে কাউন্সিলিং এর সময় যদি কোন রকম ওএমআর জালিয়াতি ধরা পড়ে তাহলে তৎক্ষনাৎ তার প্রার্থী পদ বাতিল করা হবে। পাশাপাশি যদি কোন প্রার্থী কাউন্সিলিং এ অনুপস্থিত থাকে তাকে আর দ্বিতীয় বার সুযোগ দেওয়া হবে না। সামগ্রিক ভাবে এবার নিয়োগ প্রক্রিয়ায় যাতে সব রকম স্বচ্ছতা বজায় থাকে তার সমস্ত ব্যবস্থায় করবে এসএসসি।